![]() |
হোমিও বাংলা সফটওয়ার ব্যবহারকারীদের জন্য এই পেজ উন্মুক্ত। আপনি হোমিও বাংলা সফটওয়ার ব্যবহারকারী হলে প্রথমে আপনাকে নির্দিষ্ট তথ্য (সফটওয়ারের কোডসহ) দিয়ে সাইন-আপ করতে হবে। আপনার তথ্য যাচাইয়ের পর আপনার ইমেইল ঠিকানায় একটি পাসওয়ার্ড পাঠানো হবে। এই পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলে আপনি প্রাকটিস অব মেডিসিনের মূল পেজে প্রবেশ করতে পারবেন। আর আপনি হোমিও বাংলা সফটওয়ার ব্যবহারকারী না হলে, বার্ষিক ৩০০ টাকা ফি ০১৭১৭০০৫১৪০ নম্বরে বিক্যাশ করে TrxID সহ সাইন-আপ করে পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন। |
এখানে যে সব রোগের চিকিত্সা দেওয়া আছে: যে সব রোগ সবচেয়ে বেশি দেখা দেয় এমন ১৫০ টির অধিক রোগের চিকিত্সা এই পেজে দেয়া আছে। রোগগুলি হচ্ছে: অম্লরোগ, অঞ্জনী, অরুচী, অর্শ, অসাড়ে প্রস্রাব, অজীর্ণ, অন্ডকোষ প্রদাহ, অনিদ্রা, অতিরজঃ, আগুনে পোড়া/অগ্নিদগ্ধ, আমবাত, আমাশয়, আঘাত, আঙুলের ফাঁকে ঘা, আঙুলহারা, আচিল/মেজ, ইনফ্লুয়েঞ্জা, ইরিসিপেলাস/বিসর্প, উদরাময়/ডায়রিয়া, উদরী, উন্মাদ/পাগল, উচ্চ রক্তচাপ, ঋতুবন্ধ/সল্প, ঋতুশুল, ঋতুস্রাব বিলম্বে, এপেন্ডিসাইটিস, এলার্জি, একশিরা, একজিমা, এনিমিয়া, কেশ পতন/চুল পড়া, কোমর বেদনা/ কটিবাত, কোষ্ঠ-কাঠিণ্য, ক্যান্সার, কম্পন, কৃমি, কলেরা, কড়া, কামোত্তেজনা, কানবেদনা, কানপাকা, কাউর ঘা, কার্বাঙ্কল, কাশি, কলিক বেদনা, কীট পতঙ্গের দংশন, কীটনাশক খাওয়া, কর্ণমূল প্রদাহ, কুষ্ঠরোগ, কিডনীর পীড়া, ক্ষৌরকুন্ড/দাঁড়িতে চর্মরোগ, ক্ষতের রক্তপাত বন্ধ করা, ক্ষত সংক্রমিত, খাদ্যে বিষক্রিয়া, খুস্কি, খোস-পাচড়া, খিচুনী/তড়কা, গোগলুল নির্গমন, গ্যাংগ্রিন, গনোরিয়া, গর্ভপাতের আশংকা, গর্ভপাত ঘটাতে, গর্ভাবস্থায় প্রস্রাবে এলবুমেন, গর্ভাবস্থায় বমি ও বমিভাব, গর্ভাবস্থায় কুখাদ্যে রুচি, গলস্টোন/পাথুরী পীড়া, গলগন্ড, গলায় বেদনা, গলায় কিছ আটকানো, গলক্ষত, গ্লান্ড ও বাগী, জননেন্দ্রিয়ে চুলকানি, দৃষ্টিহীনতা/রাতকানা, ধবল, পেট বেদনা/শুল বেদনা, প্রসবান্তিক ব্যথা/ভ্যাদাল ব্যথা, পা ফাটা, পায়ের আঙুলের চিপায় ঘা, পায়ের তলায় ব্যথা, পায়ের তলায় কড়া, পায়ের তলায় ঘাম, পায়ের তলায় জ্বালা, পাইওরিয়া, পেপটিক আলসার, পলিপাস, পুয়ে পাওয়া/রিকেট্স, পক্ষাঘাত, প্লিহার বিবৃদ্ধি, ফোড়া, ফুসফুসের যক্ষা, বোবায় ধরা, ব্রঙ্কাইটিস, ব্রন, বসন্ত/জলবসন্ত, বন্ধ্যাত্ব, বহুমূত্র/ডায়াবেটিস, বাধক বেদনা, বাগী, বাত/গেটে বাত/সন্ধিবাত, বধিরতা, বমি/বমিভাব, বিষক্রিয়া এড়ানো, বিসর্প, বিছানায় মোতা, ভগন্দর, ভয়জনিত পীড়া, মেদ বৃদ্ধি, মেছতা, মৃগী, মাথাঘোরা/শিরঃপীড়া, মাথাব্যথা, মাথাজ্বালা, মুখে পানি ওঠা, মুখে ঘা/মুখক্ষত, মুত্র অবরোধ, মুত্রমেহ, মুত্রপাথরী/রেনাল কলিক, মুখগহবরে ক্ষত, যক্ষা, রক্ত দুষিত হয়ে পড়ে, রক্তপাত/রক্তস্রাব, রক্তশূণ্যতা, রক্তকাশি, রাতকানা, লিভারের পীড়া, শোথ ও উদরী, শ্বেতী, শোকজনিত পীড়া, শুলবেদনা, শ্বাসকষ্ট, শয্যাক্ষত, শীর্ণতা, সপ্নদোষ, সরভঙ্গ, সরলান্ত্র বের হয়, সহবাসে কষ্ট, স্নায়ুশুল, সাপে কামড়ানো, সায়েটিকা/কটি স্নায়ুবাত, সর্দি, সুখ প্রসব, সুতিকোন্মাদ, সিফিলিস/উপদংশ, হস্তমৈথুন, হাঁচি, হাতের তালু জ্বালা, হাপানী, হাম, হাড় ভাঙা, হাটু ও কনুতে উদ্ভেদ, হাটুর বাত, হার্ণিয়া/অন্ত্রবৃদ্ধি, হৃদপিন্ডের বিবৃদ্ধি, হুপিং কাশি, হিক্কা, হিস্টিরিয়া। |
এখানে সাধারণ প্রাকটিস অব মেডিসিনের মত করে বিভিন্ন রোগে কোন কোন হোমিও ঔষধ কোন লক্ষণে ব্যবহৃত হয় এবং সেই ঔষধ কত শক্তিতে কতক্ষণ পর পর প্রয়োগ করতে হয় তা দেওয়া আছে। রোগটি জটিল হলে রোগীর উপযুক্ত কেস টেকিং করে সফটওয়ারের মাধ্যমে রেপার্টরীকরণ করে সঠিক ঔষধ নির্বাচন করতে হবে। হোমিও ঔষধ প্রয়োগের পূবে ঔষধ প্রয়োগ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। |