ক্লাস মনিটরিং সফটওয়ার
এই সফটওয়ার ব্যবহার করে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস
মনিটরিং করা যাবে। এই সফটওয়ার ব্যবহার করতে হলে অফিসপ্রধানের কক্ষে (হেডমাষ্টার,
সুপারিনটেনডেন্ট বা অধ্যক্ষ মহোদয়ের) টেবিলের উপর একটি ল্যাপটপ থাকবে। ল্যাপটপে
সফটওয়ারটি ইনস্টল করার পর প্রতিষ্ঠানের কিছু তথ্য এবং ক্লাস রুটিনের সকল তথ্য
(কি বারে, কোন সময়, কোন শিক্ষকের, কত নং কক্ষে, কোন ক্লাস) সফটওয়ারের নির্ধারিত
ফর্মে ইনপুট করতে হবে। এর পর সফটওয়ারটি পূনরায় চালু করলে স্বয়ংক্রিয়ভাবে ল্যাপটপের
স্ক্রিনে সেই সময়ে কোন কোন শিক্ষকের কোন কোন কক্ষে কোন কোন ক্লাস তা দেখাবে।
এখানে রুটিন দেখে বার, সময়, শ্রেণী জানার প্রয়োজন হবে না।
সফটওয়ারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বার, সময় পরিবর্তন হয়ে যাবে এবং সেই সময়ের
তথ্য দেখাবে।
এছাড়া এই সফটওয়ার ব্যবহার করে রুটিন সংক্রান্ত বিভিন্ন তথ্য
সার্স করা যাবে। যেমন: সকাল ৯ টায় কোন কোন ক্লাস, ইতিহাস ১ম বর্ষের ক্লাস সপ্তাহে
কোন কোন দিন, রফিক সাহেবের সপ্তাহে কতটি ক্লাস, রবিবারে মিজান সাহেবের কোন ক্লাস
আছে কি-না, আজ একাদশ মানবিকে ১১ টায় কি ক্লাস ইত্যাদি তথ্য সহজেই খুজে বের করা
যাবে।
সফটওয়ারটি নিচের লিঙ্ক থেকে ফ্রি ডাউনলোড করা যাবে:
Designed by Hikmasoft
Themes | Powered by Md. Mokhlesur Rahman