রোগী ব্যবস্থাপনা সিস্টেমে আপনাকে স্বাগতম Hikmasoft Ltd: Treatment (Input)
আল-রাজি অনলাইন হোমিও সেন্টার
www.mokhlesbd.com/treatment
একিউট/অচির/তরুন রোগের কেস টেকিং ফরম
(হোমিও বাংলা সফটওয়ারের উপযোগী)

দয়া করে আপনার সকল তথ্য সঠিকভাবে দিন

(অসম্পূর্ণ বা অতিরঞ্জিত তথ্য দিলে ভূল ঔষধ নির্বাচিত হতে পারে। ই-মেইল, মোবাইল নং (১১ বর্ণ), পাসওয়ার্ড (সর্বাধিক ১০ বর্ণ) অবশ্যই লিখতে হবে এবং তা হবে ইংরেজীতে)
১. রোগীর ব্যক্তিগত তথ্য
নাম পিতা/স্বামী তারিখ
জন্মতারিখ লিঙ্গ সড়ক নং
গ্রাম/শহর ডাকঘর উপজেলা
জেলা দেশ বৈবাহিক অবস্থা
ধর্ম পেশা শারীরিক গঠণ
ওজন উচ্চতা বসবাসের পরিবেশ
নাড়ীর গতি রক্তচাপ পরিশ্রমের ধরণ
উষ্ণতায় কাতরতা (গরমকাতর হলে গরম অসহ্য লাগবে, গরমে রোগ বাড়বে, গরম খাদ্য অপছন্দ)
বিশেষ দ্রব্যে নেশা (চা/কফি/মদ/তামাক)
বিশেষ অভ্যাস
ই-মেইল
মোবাইল নং পাসওয়ার্ড:

 

২. রোগীর চিকিৎসা বিষয়ক তথ্য
বর্তমানে প্রধান সমস্যাটির বিবরণ
(কেবল রোগের নাম না লিখে রোগটির পূর্ণ বিবরণ দিন। যেমন- গত কাল দুপুর থেকে আমাশয় হয়েছে না লিখে লিখতে পারেন- “গত কাল দুপুর থেকে মলের সাথে মিউকাস বা আম যাচ্ছে, মলত্যাগের আগে ও মলত্যাগের সময় পেটে ভীষণ কামড়ানি ব্যথা, মলত্যাগের পরেও কোথ দিতে হয়।” )

বর্তমান রোগভোগের সম্ভাব্য কারণ
(নিদ্রাহীনতা/ আঘাত লাগা/ উৎকন্ঠা/ব্যর্থ প্রেম/দুঃসংবাদ/জৈবরস ক্ষয়/ মানসিকপরিশ্রম/অতিরিক্ত শারীরিক পরিশ্রম/ অতিভোজন /ভয় পাওয়া/ শুক্রক্ষরণ/ অসন্তোষ/ ক্রোধ/ঘাম চাপা দেওয়া /ভিজে যাওয়া/ ধুলাবালি/ আবহাওয়ার পরিবর্তন/ ঠান্ডা লাগানো/রোদে ঘোরা/ অতিরিক্ত গরম)
বর্তমান রোগের সাথে আর কি কি আনুষঙ্গিক সমস্যা আছে যা বর্তমান রোগ হবার আগে ছিল না?
(
যেমন- সর্দির সাথে মাথাব্যথা, হাঁচি/ জ্বরের সাথে সর্দি, কাশি, চোখ-মুখ লাল, প্রবল পিপাসা/ বসন্ত রোগের সাথে শরীর ব্যথা, জ্বর, চুলকানি ইত্যাদি)

 

৩. হ্রাস-বৃদ্ধি
আপনার সমস্যাটি কোন সময় হ্রাস পায়? (রাতে/দিনের বেলা/সন্ধ্যায়/বিকাল ৪টায়)
আপনার সমস্যাটি কোন সময় বৃদ্ধি পায়? (রাতে/রাত ১২টায়/মাঝরাতের পরে/ দিনের বেলা/পূর্বাহ্নে /সন্ধ্যায়/বিকালে/ অমাবশ্যায়/পূর্ণিমায়)
কোন ধরণের আবহাওয়ায় আপনার সমস্যাটি বৃদ্ধি পায়? (ঘোলাটে আবহাওয়ায়/পরিষ্কার আবহাওয়ায়/তুষার বায়ুতে/কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায়/শুষ্ক আবহাওয়ায়/বায়ুপ্রবাহে/ভিজা আবহাওয়ায়/সমুদ্রতীরের বাতাসে/আবহাওয়ার পরিবর্তনে)
তাপমাত্রার কোন পরিবর্তনে আপনার সমস্যাটি হ্রাস পায়? (খোলা বাতাসে/উষ্ণ শয্যায় শুইলে/স্টোভের উষ্ণতায়/ঠান্ডা লাগালে/গোসলে)
তাপমাত্রার কোন পরিবর্তনে আপনার সমস্যাটি বৃদ্ধি পায়? (খোলা বাতাসে/উষ্ণ শয্যায় শুইলে/স্টোভের উষ্ণতায়/ঠান্ডা লাগালে/ঠান্ডায়/গোসলে/ঠান্ডা পানিতে স্নানে/অনাবৃত হলে/উষ্ণ আবরণে/উষ্ণ কক্ষে/ঠান্ডা-আদ্র আবহাওয়ায়/ঠান্ডা-শুষ্ক আবহাওয়ায়)
কোন অবস্থানে থাকলে আপনার সমস্যাটি হ্রাস পায়? (হাঁটলে/দাঁড়ালে/দৌড়ালে/আরোহনে/সঞ্চালনে/অবস্থান পরিবর্তনে/শারিরিক পরিশ্রমে/শারিরিক পরিশ্রমে/উপুড় হয়ে শুইলে/চিৎ হয়ে শুইলে/বসে থাকলে/একপাশে চেপে শুইলে/বেদনাহীন পাশে চেপে শুইলে/বেদনাযুক্ত পাশে চেপে শুইলে)
কোন অবস্থানে থাকলে আপনার সমস্যাটি বৃদ্ধি পায়? (হাঁটলে/দাঁড়ালে/দৌড়ালে/আরোহনে/সঞ্চালনে বা নড়াচড়ায়/সঞ্চালনের পরে/সঞ্চালনের শুরুতে/অবস্থান পরিবর্তনে/শারিরিক পরিশ্রমে/শারিরিক পরিশ্রমে/উপুড় হয়ে শুইলে/চিৎ হয়ে শুইলে/বসে থাকলে/একপাশে চেপে শুইলে/বেদনাহীন পাশে চেপে শুইলে/বেদনাযুক্ত পাশে চেপে শুইলে/উপরের দিকে উঠলে/নিচে নামলে/গাড়ীতে চড়লে)
বাহ্যিক কোন প্রভাবে আপনার সমস্যাটি হ্রাস পায়? (স্পর্শ করলে/ঘর্ষণে/চাপ দিলে/সঙ্গীত শুনলে/আক্রান্ত অঙ্গে হাত রাখলে)
বাহ্যিক কোন প্রভাবে আপনার সমস্যাটি বৃদ্ধি পায়? (স্পর্শ করলে/ঘর্ষণে/চাপ দিলে/পদক্ষেপনে/অস্ত্রোপচারের পরে/ধুয়ায়/অপরিচ্ছন্নতায়/ঘর্ষণে/জনাকীর্ণ কক্ষে/সঙ্গীত শুনলে/আক্রান্ত অঙ্গে হাত রাখলে)
কোন খাদ্য বা পানীয়ে আপনার সমস্যাটি হ্রাস পায়? (দুধে/সকালের নাস্তার পরে/উষ্ণ পানীয়তে/ঠান্ডা পানিয়ে/মদে/কফি পানে/খাদ্য গ্রহণের পরে/ভিনেগারে/তামাক সেবনে)
কোন খাদ্য বা পানীয়ে আপনার সমস্যাটি বৃদ্ধি পায়? (দুধে/মাছে/গাজরে/চর্বিতে/মাংসে/চা পানে/ডিমে/রুটিতে/পিয়াজে/টক খাদ্যে/মিস্টি দ্রব্যে/খাদ্য দেখলে/খাদ্যের গন্ধে/ফল খেলে/মসলাদার খাদ্যে/সকালের নাস্তার পরে/উষ্ণ খাদ্যে/উষ্ণ পানীয়তে/ঠান্ডা খাদ্যে/ঠান্ডা পানিয়ে/মদে/কফি পানে/খাদ্য গ্রহণের পরে/ভিনেগারে/তামাক সেবনে/)
নিদ্রার সঙ্গে আপনার সমস্যাটির কেমন হ্রাস-বৃদ্ধি ঘটে? (ঘুম থেকে উঠলে হ্রাস/নিদ্রার পরে হ্রাস/জাগলে হ্রাস/নিদ্রার পূর্বে বৃদ্ধি/নিদ্রার পরে বৃদ্ধি/নিদ্রার সময় বৃদ্ধি/ঘুম থেকে উঠলে বৃদ্ধি/জাগলে বৃদ্ধি/নিদ্রার শুরুতে বৃদ্ধি/দীর্ঘ নিদ্রায় বৃদ্ধি)
বিভিন্ন স্রাব বের হলে আপনার সমস্যাটির কেমন হ্রাস-বৃদ্ধি ঘটে? (বমিতে হ্রাস/বমিতে বৃদ্ধি/মলত্যাগের পরে হ্রাস/মাসিক হলে হ্রাস/ঘামের পরে হ্রাস/প্রসবের পরে বৃদ্ধি/মলত্যাগের পরে বৃদ্ধি/মাসিকের সময় বৃদ্ধি/শুক্রক্ষরণে বৃদ্ধি/ঘামের পরে বৃদ্ধি)
বিভিন্ন মানসিক অবস্থায় আপনার সমস্যাটির কেমন হ্রাস-বৃদ্ধি ঘটে? (লোকসঙ্গে হ্রাস/উত্তেজনায় হ্রাস/মানসিক পরিশ্রমে হ্রাস/কর্মব্যস্ততায় হ্রাস/গোলমালে বৃদ্ধি/অপরের সাথে কথা বললে বৃদ্ধি/উত্তেজনায় বৃদ্ধি/একাকী থাকলে বৃদ্ধি/মানসিক পরিশ্রমে বৃদ্ধি/লোকসঙ্গে বৃদ্ধি)